কুয়েত বিমানবন্দরে অবৈধ যাত্রী সেবা দেওয়ায় ৬০ প্রবাসী আটক

প্রবাস

কুয়েতে নিজস্ব গাড়ি ব্যবহার করে বিমানবন্দর বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের অবৈধভাবে সেবা দেওয়ার অভিযোগে ৬০ প্রবাসীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যমের খবর থেকে এ তথ্য জানা যায়।

আটক চালকরা বাংলাদেশ, ভারত ও মিশরীয় নাগরিক বলে জানা গেছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর থেকে যাত্রী সেবা দেওয়ার লাইসেন্স নেই— এমন যানবাহন চালকদের কাছ থেকে প্রতারণা ও চাঁদাবাজি হয়রানির বিষয়ে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে কুয়েত বিমানবন্দরে স্থানীয় প্রশাসন অভিযান চালায়। অভিযানে ৬০ প্রবাসীকে আটক করা হয়।

কুয়েতে বিমানবন্দরে যাতায়াতে মালিকপক্ষের গাড়ি ছাড়া ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর থেকে যাত্রী পরিবহন করা স্থানীয় আইনে নিষিদ্ধ।