রাখাইনে জান্তার হামলায় দুই বোনসহ চার নারী নিহত

আন্তর্জাতিক

মিয়ানমারে রাখাইন রাজ্যের পৃথক স্থানে দেশটির সামরিক জান্তার কামান ও মর্টারশেল হামলায় চার নারী নিহত হয়েছেন। এসব হামলায় অন্তত আরো ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দ্য ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যের মিনবাই জনপদে সোমবার কামান হামলায় তিনজন নিহত হন। এর মধ্যে একজন স্কুল শিক্ষিকা ও অপরজন দুইজন আপন বোন।

স্থানীয়রা জানান, মিনবাই শহরের লাইফ ইনফেন্টি ব্যাটালিয়ন নোস.৩৮০, ৩৭৯ ও ৫৪১ ঘাঁটি থেকে গ্রামগুলোতে হামলা চালানো হয়। ঐ শহরে জান্তা সেনারা মাইন বিস্ফোরণের কবলে পড়ে হামলাটি করে।

ঐ দুই বোন পালউং পিন গ্রামের বাসিন্দা ছিলেন। তারা হাসপাতালে মারা যান। ঐ সময় হ্যাঙ্গ চুঙ গয়ি গ্রামে কাজ করার সময় হামলায় ঐ শিক্ষিকা ঘটনস্থলেই মারা যান।

এক প্রত্যক্ষদর্শী ইরাবতিকে জানান, কামান হামলায় অন্তত ১৩ আহত হয়েছেন। আহতের সংখ্যা আরো বেশি হতে পারে। যেহেতু জান্তা সেনারা রাস্তা আটকে রেখেছে তাই ঐ শিক্ষিকার মরদেহ তার বাড়িতে স্থানান্তর করা যায়নি।

স্থানীয়রা জানান, কামান হামলার কারণে বিদ্যালয় ও দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। স্থানীয়রা বাড়িতে অবস্থান করছেন। কেউ রাস্তায় বের হওয়ার সাহস পাচ্ছেন না।

এদিকে, রাখাইন রাজ্যের ক্যুক্তও শহরে ৩০ বছরের এক মুসলিম নারীকে হত্যা করেছে জান্তা সরকারের বাহিনী। সোমবার রাত ৮টার দিকে কিসাপান্ডি সেতুতে থাকা সৈন্যরা মর্টার শেল নিক্ষেপ করলে তিনি মারা যান।