দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা

বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে সোমবার আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকা দলে আছেন- কাগিসো রাবাদা, ওয়েন পারনেল, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, এনরিচ নরকিয়ার মতো পেস সুপারস্টার। স্পিনে আছেন কেশভ মহারাজ, তাবরেজ শামসি। এই বোলিং আক্রমণ প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়েছিল ৯৮ রানেই। প্রোটিয়া বোলিং উৎড়ে বিশ্বকাপে বাংলাদেশের বড় কিছু করার আসল পরীক্ষা আজ।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।

এ মাঠেই আফগানদের বিপক্ষে খেলেছিল টাইগাররা। আফগানদের ১৬০ রানের জবাবে মাত্র ৯৮তে আটকে গিয়েছে সাকিব আল হাসানের দল।

ম্যাচের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ১০ ওভার ভালো বোলিং করলেও পরে লাইন-লেন্থ হারিয়ে ফেলে টাইগার বোলাররা। ব্যাটিংয়েও যাচ্ছেতাই অবস্থা। ১৬০ রান তাড়ায় নেমে মাত্র ২৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। আর টাইগারদের ইনিংস থামে মাত্র ৯৮ রানে।