বিরিয়ানি নিয়ে ঝগড়া, নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় আগুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বাংলাদেশি এক রেস্তোরাঁয় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চিকেন বিরিয়ানি অর্ডার নিয়ে বাকবিতণ্ডার কারণে দাহ্য পদার্থ ঢেলে রেস্টুরেন্টটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত অগ্নিসংযোগকারী ব্যক্তিকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।

বাংলাদেশি ওই রেস্তোরাঁটি নিউইয়র্ক শহরের কুইন্স এলাকায় অবস্থিত। বুধবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এবং এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া নিউইয়র্কের ওই বাংলাদেশি রেস্তোরাঁর নাম ‘ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল’। রেস্তোরাঁটি নিউইয়র্ক শহরের কুইন্স এলাকার জ্যাকসন হাইটসে অবস্থিত।

এ ঘটনায় অভিযুক্ত অগ্নিসংযোগকারী ব্যক্তির নাম চোফেল নরবু। ৪৯ বছর বয়সী এই ব্যক্তি ‘ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল’ রেস্তোরাঁয় আগুন লাগানোর কথা স্বীকার করেছে। আটকের পর তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও অপরাধমূলক অপকর্মের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত এই ব্যক্তি দাবি করেন, বাংলাদেশি এই রেস্তোরাঁর কর্মীরা আগের রাতে দেওয়া তার চিকেন বিরিয়ানির অর্ডারে তালগোল পাকিয়েছিল। আর তাই পরের দিন নরবু আবারও ওই খাবারের দোকানে যান এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

নিউইয়র্ক পোস্ট অনুসারে, গ্রেপ্তারের পর অভিযুক্ত নরবু পুলিশকে জানায়- ‘আমি খুব মাতাল ছিলাম। আমি চিকেন বিরিয়ানি কিনেছিলাম। কিন্তু তারা আমাকে চিকেন বিরিয়ানি দেয়নি। আমি উন্মাদ ছিলাম এবং একপর্যায়ে আমি তা ফেলে দেই।’

৪৯ বছর বয়সী এই অভিযুক্তের দাবি, ‘আমি গ্যাসের একটি ক্যান কিনেছিলাম এবং আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য সেটি দোকানে নিক্ষেপ করি। পরে আমি আগুন ধরিয়ে দিই এবং এটি (আগুন) আমার গায়েও লেগেছিল।’