গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ টুটুলও না ফেরার দেশে

দেশ জুড়ে

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ সিরাজুল ইসলাম টুটুল (২৮) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচ জনের মধ্যে চার জন মারা গেলেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে আজ সকালে সিরাজুল ইসলাম টুটুল নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউর ১০ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচ জনের মধ্যে চার জনই মারা গেলেন। দগ্ধ অপর ব্যক্তির চিকিৎসা চলছে।