আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকার রঙে রঙিন রাঙ্গামাটির ৩ সেতু

চট্টগ্রাম দেশ জুড়ে

সারাদেশের মতো পাহাড়ি জেলা রাঙ্গামাটিতেও রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রচুর সমর্থক। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এতে রাঙ্গামাটিতেও আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থক ফুটবল প্রেমীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস।

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার পুরানবস্তী-ঝুলিক্যা পাহাড় সংযোগ সেতু ও শহরের আসামবস্তীর ব্রাহ্মণটিলা সংযোগ সেতু দুইটি যেন আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো হয়েছে।

অপরদিকে, রাঙ্গামাটি শহরের আসামবস্তী এলাকার স্থানীয় এবং রাঙামাটির বাইরের পর্যটকদের জন্য জনপ্রিয় স্পট আসামবস্তী ব্রিজটি দেখে মনে হয় ব্রাজিলের পতাকার রঙে রাঙানো হয়েছে। শহরের এ তিন সেতু পরিচিতি পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সেতু নামে।

ব্রাজিলের সমর্থক নাদিম জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সারাদেশে ব্রাজিলের সমর্থকরা কয়েকশ ফুট পতাকা বানাচ্ছেন। তেমনি রাঙ্গামাটির আসামবস্তী সেতুটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

আর্জেন্টিনার সমর্থক জমির উদ্দিন জানান, রাঙ্গামাটি শহরের দুইটি সেতু আর্জেন্টিনা পতাকার রঙে সাজিয়ে দেওয়ায় তার খুবই ভালো লাগছে। তার আশা এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম জানান, ফুটবল খেলাকে সবাই ভালোবাসেন। বিশ্বকাপ ফুটবল শুরু হলে সবাই নিজ নিজ পছন্দের দলকে সাপোর্ট করে থাকেন। কিন্তু সবার মনে রাখতে হবে, যারা বিল্ডিংয়ের ছাদে এবং বিভিন্ন জায়গায় বিশ্বকাপে অংশ নেয়া ফুটবল দলগুলোর পতাকা টাঙাচ্ছেন সবার আগে বাংলাদেশের পতাকাকে উপরে রাখতে হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা জানান, আর্জেন্টিনার পতাকার রঙের কথা চিন্তা করে এই দুইটি সেতুকে রঙ করা হয়নি। স্বাভাবিকভাবে সেতুর সৌন্দর্য বাড়ানোর জন্য আকাশি ও সাদা রঙ করা হয়েছে।