সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয় বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, সারা দেশে মোট ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন বিজিবি।এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই (প্রস্তুত অবস্থা) রয়েছে বলে জানানো হয়েছে।

 

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে আজ চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী, আজ সকাল ছয়টা থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এই অবরোধ চলবে।রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল শনিবার রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

 

 

এদিকে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত আছে।মজুরি বৃদ্ধির দাবিতে গত ২৩ অক্টোবর থেকে শ্রমিকদের শুরু করা আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার পোশাক খাতের জন্য সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। তবে নতুন বেতনকাঠামো প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শ্রমিকেরা।তাঁরা ন্যূনতম মজুরি ২৩-২৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু মালিকপক্ষের দেওয়া ১২ হাজার ৫০০ টাকার প্রস্তাবই চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়। এ নিয়ে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করে।