নেইমার–ভিনিসিয়ুস না থাকলেও ব্রাজিল নিয়ে সতর্ক স্কালোনি

নেইমার–ভিনিসিয়ুস না থাকলেও ব্রাজিল নিয়ে সতর্ক স্কালোনি

খেলাধুলা

আর্জেন্টিনা-ব্রাজিল সুপার ক্লাসিকো কাল। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এমন এক ম্যাচের আগে দুই দল আছে দুই মেরুতে।

 

আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জেতার পর উড়ছে, ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর থেকেই ধুঁকছে। সঙ্গে আছে ব্রাজিলের তারকা ফুটবলারদের চোটের সমস্যা। তবু ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে সতর্কই থাকছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে ছিটকে যাওয়া ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারেরও বিকল্প ব্রাজিল দলে আছে বলেই মনে করেন তিনি।

 

বিশ্বকাপের পর টানা ৮ ম্যাচে জিতেছিল আর্জেন্টিনা। এই ম্যাচগুলোয় কোনো গোলও হজম করেনি তারা। যদিও ব্রাজিল ম্যাচের আগে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। সেটা ছিল ১৪ ম্যাচ পর আর্জেন্টিনার হার। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ব্রাজিল অনেকটাই নড়বড়ে। বিশ্বকাপের পর খেলা ৮ ম্যাচের ৩টিতে জিতলেও হেরেছে ৪ ম্যাচে এবং ড্র করেছে ১টিতে। আর বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্স বিবেচনায় নিলে ৫ ম্যাচে ২ জয়ের বিপরীতে হার ২ ম্যাচে এবং ড্র করেছে ১টিতে। পয়েন্ট তালিকায় অবস্থান ৫ নম্বরে। বাছাইপর্বের সর্বশেষ ২ ম্যাচের ২টিতেই হেরেছে তারা।

 

 

উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হারের পর কলম্বিয়ার কাছে হেরেছে ২-১ গোলে। সঙ্গে চোটে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে নেইমার। বিশ্বকাপের পর লম্বা সময়ের জন্য ছিটকে যান তিনি। সেই চোট কাটিয়ে ফিরে থিতু হওয়ার আগে আবারও চোটে পড়েছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুসও চোট পেয়েছেন সর্বশেষ ম্যাচে। তাঁকে ছাড়াই আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে। স্কালোনি অবশ্য মনে করছেন নেইমার-ভিনিসিয়ুসের বিকল্প ব্রাজিলের আছে, ‘ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারের দুজনই দুর্দান্ত। দুজনকে নিয়েই ভাবতে হয়। তবে আমরা জানি, তাদের বদলি খেলোয়াড়ও আছে ব্রাজিল দলে। তাদের প্রত্যেক ফুটবলারই শীর্ষ পর্যায়ের, তরুণ, দ্রুতগতির এবং অভিজ্ঞ। নিশ্চিতভাবেই তাদের কোচ ভিন্ন কিছু প্রস্তুত করে রেখেছে।’আর্জেন্টিনার কোচের মতে, সর্বশেষ কলম্বিয়া ম্যাচে হেরে গেলেও সেই ম্যাচে ব্রাজিল ভালো খেলেছে, ‘কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল ভালো খেলেছে।

 

৭৬ মিনিট পর্যন্ত তারা দুর্দান্ত ছিল, ম্যাচের ফল যদিও ভিন্ন কথা বলছে।’পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা ব্রাজিল চাপে থাকার কারণে আর্জেন্টিনা কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে আছে কি না, এ প্রশ্নে স্কালোনি বলেছেন, ‘না, আমরা এসব নিয়ে ভাবিনি। আমরা শুধু আমাদের জন্য খেলি। প্রতিপক্ষ দলের কী হবে, সেটা নিয়ে ভাবি না।’