সিজার ছাড়াই একদিনে ১২ শিশুর জন্ম

সিজার ছাড়াই একদিনে ১২ শিশুর জন্ম

চট্টগ্রাম দেশ জুড়ে বাংলাদেশ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ১২ শিশুর স্বাভাবিক জন্ম হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন এ তথ্য জানান।

 

তিনি বলেন, সব প্রসূতি ও তাদের নবজাতকরা সুস্থ রয়েছেন। অল্প সময়ের মধ্যে এতগুলো স্বাভাবিক প্রসব করানোয় হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ সব কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি। স্বাভাবিক প্রসবের পাশাপাশি হাসপাতালে প্রসব পূর্ববর্তী বিভিন্ন সেবা পাচ্ছেন রোগীরা।ডা. মো. নুর উদ্দিন বলেন, প্রসূতিদের সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিনামূল্যে প্রসূতি কার্ড দেওয়া হয়।

 

প্রসব না হওয়া পর্যন্ত হাসপাতালে কাউন্সেলিং ও বিনা খরচে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্নার, ওআরটি কর্নার, অটিজম কর্নার, এএনসি, পিএনসি ও কেএমসি কর্নার রয়েছে। যা দ্বারা রোগী ও তার স্বজনরা নানা ভোগান্তি থেকে রক্ষা পারছেন।