অগ্রিম পারিশ্রমিক নেওয়ার বিষয়ে কী বলে ইসলাম?

অগ্রিম পারিশ্রমিক নেওয়ার বিষয়ে কী বলে ইসলাম?

ধর্ম

প্রশ্ন: আমাদের এলাকায় প্রচলিত আছে। গরিব কৃষকরা যে মৌসুমে তাঁদের অভাব থাকে। তাঁরা ধনী চাষিদের থেকে অগ্রিম টাকা এই শর্তে নেন যে আগামী ধান কাটার মৌসুমে তাঁর ধান বিঘাপ্রতি ৩০০ টাকা করে কেটে দেবেন। যে সময় প্রতি বিঘা ধান কাটার পারিশ্রমিক থাকে ৫০০ টাকা। এ পদ্ধতি ইসলামতসম্মত কি?

উত্তর : উল্লিখিত পদ্ধতিতে পারিশ্রমিক অগ্রিম প্রদান করতে ইসলামের কোনো আপত্তি নেই। (মাবসুতুস সারাখসি : ১৫/১০৮, আল ফাতাওয়াস সিরাজিয়া : ১১৩)