লক থাকা স্ক্রিনে গুগল ম্যাপস দেখবেন যেভাবে

লক থাকা স্ক্রিনে গুগল ম্যাপস দেখবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি

এক জায়গা থেকে অন্য জায়গার ক্ষেত্রে নির্দেশনা পেতে “গুগল ম্যাপস” বেশ সহায়ক। বিশেষ করে নতুন কোনো জায়গায় গেলে “গুগল ম্যাপস” ব্যবহার বেশ কার্যকরী ভূমিকার রাখে। অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছাতে কোন পরিবহনে কত সময় লাগবে, এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে, সবই জানান দেয় এই অ্যাপটি। এছাড়া এই অ্যাপের মাধ্যমে নিজের অবস্থানের তথ্য (লাইভ লোকেশন) জানানোর সুযোগ রয়েছে। ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়তই অ্যাপটিতে বিভিন্ন আপডেট এবং নতুন নতুন ফিচার আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি “গ্ল্যানসিয়েবল ডিরেকশনস” নামে একটি নতুন ফিচার এসেছে ম্যাপসে।

 

এই ফিচারের মাধ্যম মোবাইল ফোনের স্ক্রিন লক করা থাকলেও গুগল ম্যাপ সরাসরি লকড স্ক্রিনের ওপরে দিকনির্দেশনা দেখাবে। গন্তব্যে পৌঁছাতে আনুমানিক সময়ের ধারণাও দেবে এই ফিচারটি। তবে এই সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। ফিচারটি ম্যানুয়ালি চালু করতে হবে। এজন্য প্রথমে সেটিংসে গিয়ে নেভিগেশন সেটিংসে যেতে হবে। এরপর সেখানে থাকা “গ্ল্যানসিয়েবল ডিরেকশনস হোয়াইল নেভিগেটিং” টগলটি অন করে দিতে হবে। ফিচারটি বন্ধ করতে চাইলে সেটিংসের আবারও একই স্থানে গিয়ে টগলটি অফ করে দিলে তা বন্ধ হয়ে যাবে। আপাতত ফিচারটি সবার জন্য চালু হয়নি। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যাবে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও গ্যাজেটস নাউ ডটকম