আইফোন ভিজে গেলে চালের ব্যাগে শুকাতে দেবেন না, পরামর্শ অ্যাপলের

আইফোন ভিজে গেলে চালের ব্যাগে শুকাতে দেবেন না, পরামর্শ অ্যাপলের

বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ফোন ভিজে গেলে অনেকে চালভর্তি ব্যাগে রেখে শুকিয়ে নেন। কিন্তু আইফোনের ক্ষেত্রে এ কাজ না করার পরামর্শ দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

ফোন শুকানোর এ পদ্ধতি ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে প্রযুক্তিবিদরা এ কাজ না করতে সতর্ক করে আসছেন। তারা আরও জানিয়েছেন, চালভর্তি ব্যাগে ভেজা ফোন রেখে দিলে আসলে কোনো উপকার হয় না। অ্যাপল বলছে, চালের মধ্যে থাকা ছোট ছোট কণা থেকে ডিভাইসের ক্ষতি হতে পারে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব কথা।প্রতিষ্ঠানটির পরামর্শ, ফোন কোনো কারণে ভিজলে কানেকটরের (চার্জিং পয়েন্ট) জায়গাটি নিচের দিকে করে রেখে দেওয়া উচিত। তারপর এটি শুকানোর জন্য এমনিতেই রেখে দিলে ভালো হয়।নির্মাতা প্রতিষ্ঠানটি আরও জানায়, ফোন শুকিয়ে নেওয়ার জন্য চালের বস্তা তো নয়ই রেডিয়েটর কিংবা হেয়ার ড্রায়ারের মতো ডিভাইসের কাছে রাখাও ভুল পদ্ধতি।

 

ফোন পানিতে পড়লে তুলা কিংবা টিস্যু দিয়ে পরিষ্কারের বিষয়েও নিরুৎসাহিত করা হয়েছে। পরিবর্তে ভিজে যাওয়া ফোনটিকে চার্জ দেওয়ার আগে ভেজা জায়গায় বাতাস প্রবাহের পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপল ডিভাইসের খুঁটিনাটি সংক্রান্ত ওয়েবসাইট ম্যাকওয়ার্ল্ড জানায়, স্মার্টফোনের ডিজাইন ধীরে ধীরে বদলে যাচ্ছে। সে কারণে এমন সব পরামর্শ অপ্রয়োজনীয় হয়ে পড়বে। কারণ ডিজাইন পাল্টে ভবিষ্যতের ফোনগুলো ধীরে ধীরে আরও বেশি পানিরোধী হয়ে উঠবে।বলে রাখা ভালো, আইফোন ১২-এর পর থেকে অ্যাপলের যেকোনো ডিভাইস ছয় মিটার পর্যন্ত গভীর পানিতে পর্যন্ত আধা ঘণ্টা ডুবিয়ে রাখা যাবে। এতে ফোনের তেমন কোনো ক্ষতি হবে না।তবে অনেকেই হয়ত অ্যাপলের সেকেন্ড-হ্যান্ড মোবাইল ফোন কিনবেন। তাদের জন্য এই পরামর্শটি কাজে দেবে।