ইসরায়েলের আকাশে ড্রোন পাল্টা হা'মলায় তেহরানে ইসরায়েলের ৫০ যুদ্ধবিমান

ইসরায়েলের আকাশে ড্রোন পাল্টা হা’মলায় তেহরানে ইসরায়েলের ৫০ যুদ্ধবিমান

আন্তর্জাতিক

ইসরায়েলের আকাশে প্রবেশ করা এক সন্দেহজনক উড়ন্ত বস্তু শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৮ জুন) দেশটির উত্তরাঞ্চলীয় তিবেরিয়াস শহরের কাছে সাইরেন বেজে উঠলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। পরে আকাশে ঘোরাফেরা করতে থাকা ওই বস্তুটিকে লক্ষ্য করে ভূপাতিত করা হয় বলে জানায় আইডিএফ।

আইডিএফ’র বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বস্তুটি পূর্ব দিক থেকে উড়ে এসেছিল এবং সেটি সম্ভবত শত্রুপক্ষের হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। তবে এ নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী।

এর আগে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানে এবং মৃত সাগরের কাছে একটি ড্রোন অনুপ্রবেশের ঘটনাও ঘটে। এর মধ্যেই নতুন করে ওই উড়ন্ত বস্তু ইসরায়েলের আকাশে ঢোকে।

এর জবাবে ইসরায়েল ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরানে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, রাতভর পরিচালিত ওই অভিযানে অন্তত ৫০টি যুদ্ধবিমান অংশ নেয়। তারা তেহরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে।

আইডিএফ’র পক্ষ থেকে বলা হয়েছে, ইরান ওই সেন্ট্রিফিউজ কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার করছিল। পাল্টা হামলায় ইসরায়েল সে ধরনের সক্ষমতা নস্যাৎ করতে চায়।

এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।