ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত আজ (১১ আগস্ট) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির তিনটি মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু করবে। বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এসব মামলায় সাক্ষ্যগ্রহণ করবেন বলে জানা গেছে।
রাষ্ট্রপক্ষ ইতোমধ্যে মামলায় বাদী হিসাবে উপস্থিত থাকার জন্য দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসানের হাজিরা নিশ্চিত করেছে।
গত ৩১ জুলাই ওই মামলায় চার্জ গঠন করা হয় এবং বিচার শুরুর আদেশ দেওয়া হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তিনটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
