টাঙ্গাইলের কালিহাতীতে সৈয়দ মামুন (৪৫) নামের হত্যা মা’মলার এক আ’সামিকে গ্রে’ফতার করেছে র্যাব। সোমবার (১৭ মে) সকালে বাসাইল উপজেলার আইসড়া বাজার এলাকায় থেকে তাকে গ্রে’ফতার করা হয়।
গ্রে’ফতারকৃত সৈয়দ মামুন (৪৫) বাসাইল উপজেলার আইসরা গ্রামের সৈয়দ আশরাফের ছেলে। তিনি কৃষক শুকুর মাহমুদ (৩২) হত্যা মা’মলার আ’সামি।
র্যাব-১২ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত শুক্রবার (১৪ মে) কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে শুকুর মাহমুদ ও তার ভাই আব্দুল্লাহর ওপর হামলা করে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আ’সামিরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুর মাহমুদকে মৃত ঘোষণা করেন।
পরদিন রাতে নিহতের বড় ভাই বাহাদুর মিয়া বাদী হয়ে ১৫ আ’সামির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের নামে মামলা করেন। পরে প্রযুক্তি ব্যবহার করে র্যাব সৈয়দ মামুনকে গ্রে’ফতার করে। গ্রে’ফতারকৃত আ’সামিকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।