কুকুরের দুধপানে বড় হচ্ছে বিড়াল ছানা!

টাঙ্গাইলে কুকুরের দুধপানে বড় হচ্ছে বিড়াল ছানা!

ঢাকা দেশ জুড়ে রকমারী

কুকুরের দুধ পান করে বড় হচ্ছে একটি বিড়াল ছানা। এমনই এক বিরল দৃশ্য চোখে পড়েছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পল্লীচিকিৎসক আশিষ চন্দ বর্মনের বাড়িতে। দৃশ্যটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ওই বাড়িতে ভিড় করছেন।

 

স্থানীয়রা জানান, সম্প্রতি পল্লীচিকিৎসক আশিষ চন্দ বর্মনের বাড়িতে একটি মা বিড়াল দুটি ছানা প্রসব করে মারা যায়। পরে দুধ না পেয়ে একটি ছানা মারা যায়। বেঁচে থাকা ওই বিড়াল ছানাটিকে দুধ খাওয়ানো শুরু করে একটি মা কুকুর। এভাবেই মা কুকুরটির স্নেহ আর দুধ পানে ধীরে ধীরে বড় হচ্ছে বিড়াল ছানাটি।

 

 

পল্লীচিকিৎসক আশিষ চন্দ বর্মন বলেন, আমরা কুকুর বা বিড়াল পুষি না। দীর্ঘদিন ধরে আমার বাড়িতে একটি কুকুর ও বিড়াল বসবাস করে আসছে। হঠাৎ একদিন ওই বিড়ালটি দুটি বাচ্চা জন্ম দিয়ে মারা যায়। এরপর থেকে দেখছি মাহারা বিড়াল ছানাটি কুকুরের দুধ পান করছে।