লিফটে আটকে পড়া শিশু ও নারীসহ ৭ জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

৯৯৯ এ ফোন: লিফটে আটকে পড়া শিশু ও নারীসহ ৭ জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ঢাকা দুর্ঘটনা দেশ জুড়ে

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজনের ফোন কলে লিফটে আটকে পড়া ৭ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার বেলা ১১টায় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার ফরহাদ হোসেন রাজধানীর ক্যান্টনমেন্টের মাটিকাটা থেকে ফোন করে জানান, তিনি ১৩৪/১ মাটিকাটার লেক ক্যাসেল নামক ১১তলা ভবনের একজন ফ্ল্যাট মালিক। তাদের ভবনের লিফটটি চার তলায় আটকে আছে। লিফটের ভেতর ৭ জন আটকা

 

পড়েছে। ভবনের নিরাপত্তাকর্মীরা এবং তারা লিফটের দরজা খোলার অনেক চেষ্টা করেও পারেননি। লিফটে আটকে পড়া কয়েকজন চিৎকার করে জানাচ্ছিলেন তাদের শ্বাসকষ্ট হচ্ছে। কলার ৯৯৯ এর কাছে দ্রæত আটকদের উদ্ধারে অনুরোধ জানান।
কুর্মিটোলা ফায়ার স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে ফায়ার স্টেশনের একটি

 

 

উদ্ধারকারী দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, তারা হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে আটকে পড়া লিফট থেকে দুই শিশু ও চার নারীসহ ৭জনকে নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। তিনি আরও জানান, লিফট নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব।