বাড্ডায় ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশ

রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল এলাকায় ফার্নিচার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আবদুল হালিম জানান, রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল জিএম বাড়ি এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

তিনি জানান, নিচতলাতে ছিল থিনার, দোতলাতে সোফা তৈরির কাপড়। দোতলার দোকানটি এখনও চালু হয়নি। সবেমাত্র মালামাল সাজিয়ে, কয়েক দিন আগেই মিলাদ পড়ানো হয়েছে। আর তৃতীয় তলাতে এখনও ডেকরেশনের কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিচতলায় আগুনের সূত্রপাত।

 

কিন্তু তিনি এখনো এ বিষয়ে নিশ্চিত নন। এর আগে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পেয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।