টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষার্থীদের কলম ও মাস্ক প্রদান করেন (বাকাছাপ)

জাতীয় শিক্ষা

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ কলম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক প্রদান করা হয়েছে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ ও বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের উদ্যোগে ৬ এপ্রিল বুধবার পরীক্ষার্থীদের মাঝে এ সকল সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক ও জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ রানা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি), বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সহ-সভাপতি নাহিদ ইসলাম, মোক্তার হোসেন দূর্জয়, সাধারণ সম্পাদক সিয়াম হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আবিদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন প্রান্ত, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি শিক্ষা বোর্ডের প্রায় ১ হাজার পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ কলম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক প্রদান করা হয়।