ইউক্রেন যুদ্ধের কমান্ডার পরিবর্তন করেছে রাশিয়া?

আন্তর্জাতিক

ইউক্রেনে হামলার দেড় মাসের মাথায় এখনও দেশটির রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে পারেনি রাশিয়া। উল্টো দেশটিতে নিজেদের ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’র কথা স্বীকার করেছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। পুরো ইউক্রেনের বদলে দেশটির পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নজর দেওয়ার কথাও জানিয়েছে মস্কো। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কমান্ডার পরিবর্তন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

একজন পশ্চিমা কর্মকর্তা বিবিসি-কে নিশ্চিত করেছেন যে, রাশিয়া ইউক্রেনে তাদের অপারেশনের কমান্ড পুনর্গঠন করেছে। নতুন দায়িত্ব পাওয়া জেনারেলের সিরিয়ায় অভিযান পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিবিসির গর্ডন কোরের সঙ্গে আলাপকালে সূত্রটি জানিয়েছে, রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার কমান্ডার জেনারেল আলেকজান্ডার ডভোর্নিকভ এখন হামলার নেতৃত্ব দিচ্ছেন।

বিবিসি জানিয়েছে, মূলত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধনের প্রচেষ্টার অংশ হিসেবেই যুদ্ধ কমান্ডে এই পরিবর্তন এনেছে রাশিয়া।

গত মাসে ইউক্রেনে নিজেদের ৫ হাজারেরও বেশি সেনা হতাহতের কথা স্বীকার করে রাশিয়া। গত ২৫ মার্চ রুশ প্রতিরক্ষা দফতরের হালনাগাদ তথ্যে ইউক্রেনে তাদের পাঁচ হাজার ১৭৬ সেনা হতাহতের কথা জানানো হয়। বলা হয়, এর মধ্যে এক হাজার ৩৫১ জন নিহত এবং তিন হাজার ৮২৫ জন আহত হয়েছে। মস্কোর ওই স্বীকারোক্তির দুই দিনের মাথায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জানান, ইউক্রেনে অন্তত ১০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। এর মধ্যেই ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কমান্ডার পরিবর্তনের খবর এলো। যদিও এ বিষয়ে মস্কোর তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।