এবার যে দাবি জানালেন ইমরান খান

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। সোমবার (১১ এপ্রিল) জাতীয় পরিষদে শাহবাজ শরীফকে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার কয়েক ঘণ্টা পরই টুইটারে এ দাবি জানান তিনি।

কিন্তু ক্ষমতাচ্যুতির আগেও ইমরান খান দাবি করেন, তাকে ক্ষমতা থেকে অপসারণ একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ। তিনি শাহবাজকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকার করেন।

পিটিআই চেয়ারম্যান বলেন, আমরা অবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছি। কারণ, এটিই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণ কাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়, তাদেরকে সিদ্ধান্ত নিতে দিতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি চাই আমাদের সব মানুষ এগিয়ে আসুক। কারণ, পাকিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সৃষ্টি হয়েছে, বিদেশি শক্তির পুতুল রাষ্ট্র হিসেবে নয়।

রোববারের রাতের দিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থনে লোকজন বেরিয়ে আসে। তখন তারা তৎকালীন বিরোধী দলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং শেষপর্যন্ত ইমরান খানকে সমর্থন করার অঙ্গীকার করে।

উল্লেখ্য, সোমবার প্রতিনিধি পরিষদে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ।ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে তিনি পেয়েছেন ১৭৪ ভোট।

অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

মূলত সংবিধান অনুযায়ী ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে ইমরান খানকে। সূত্র : জিও নিউজ