মুম্বাইয়ের ভাগ্য ফেরাতে শচিন-পুত্রকে খেলানোর পরামর্শ

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আসরে ৬ ম্যাচের সবগুলোতেই হেরেছে। একথায় প্লে-অফের দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছে মুম্বাই। মুম্বাইয়ের জয় ভাগ্য ফেরাতে শচিন পুত্র অর্জুন টেল্ডুলকারকে খেলানোর পরামর্শ দিলেন ভারতের সাবেক অভিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

আগের কয়েক আসরের মতো এবারো অর্জুনকে দলে নিয়েছে মুম্বাই। তবে শেষ কয়েক বছর ধরে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে থাকলেও এখনো অভিষেক হয়নি অর্জুনের। আজহারউদ্দিন বলেন, ‘অর্জুনের মতো নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে পারে ওরা। অর্জুন তো ভালো খেলে। হয়ত মাঠে টেন্ডুলকার পদবি ওদের ভাগ্য ফিরিয়ে দেবে।’

ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘ডেভিডকে এত বিশাল অর্থ দিয়ে কেনার পরেও বসিয়ে রাখা হচ্ছে। তাহলে তো ওকে স্কোয়াডে রাখাই উচিত হয়নি। যদি কোনও প্লেয়ারকে নেওয়া হয়, তাহলে বসিয়ে রাখলে তার প্রতি সেটা অন্যায়। যদি কোনও কিছুই পরিকল্পনা মাফিক না হয়, তাহলে নতুনদের সুযোগ দিয়ে দেখা হোক। নতুনদের কোনও ফ্র্যাঞ্চাইজিরই খেলার অভিজ্ঞতা নেই। ওরা সফল হতেই পারে।’