ফর্মে ফেরাতে মুমিনুলকে আবারও উইন্ডিজ পাঠাবে বিসিবি!

খেলাধুলা

লাল বলে দেশের স্বীকৃত ব্যাটার হিসেবে প্রথম সারিতে রয়েছেন মুমিনুল হক। তবে তার সাম্প্রতিক ফর্ম যাচ্ছেতাই।

নেতৃত্ব হারালেন, এর পর দল থেকেই বাদ পড়লেন।

মুমিনুল টেস্টে সর্বশেষ দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছিলেন, এ বছরের শুরুতে হেগলে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচটিতে প্রথম ইনিংসে ০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করতে সমর্থ হন তিনি।

অথচ বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরিও মুমিনুলের।

মুমিনুলের এই ধারাবাহিক বাজে ফর্ম নিয়ে চিন্তার সাগরে ডুবেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড জানে, ছন্দে ফিরলে মুমিনুলই দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ হয়ে দাঁড়াবে।

তাই বিসিবির ভাবনা, এভাবে বসিয়ে না রেখে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে আসন্ন উইন্ডিজ সফরে পাঠানো হবে মুমিনুলকে। তবেই যদি ফর্মে ফেরেন তিনি।

বুধবার সন্ধ্যায় মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘অবশ্যই, আমাদের চিন্তা তো থাকবেই (উইন্ডিজে ‘এ’ দলের সফরে)। আমার বলাটা কঠিন কারণ এখনো নির্বাচক, ম্যানেজমেন্ট ও কোচদের সঙ্গে কথা বলিনি। তবে আমার স্বাভাবিকভাবেই মনে হয় এটি তো ওর জন্য ভালো সুযোগ হতেই পারে।’

পাপন বলেন, ‘কয়েকজন খুবই ভালো খেলোয়াড় কিন্তু এখন ফর্মে নেই। যেমন মুমিনুল। আমি নিশ্চিত, ও ফর্মে ফিরবে। মুমিনুল এতগুলো টেস্ট সেঞ্চুরি করল, এত ভালো একজন ক্রিকেটার যাকে আমরা টেস্ট স্পেশালিস্ট বলে দিলাম। সে টেস্টের অধিনায়কও হলো। হঠাৎ করে প্রায় এক বছর ধরে বা ১০ ম্যাচ ধরে রান পাচ্ছে না। সে ঘরোয়া ক্রিকেট খেললে অবশ্যই ফর্মে ফিরবে। শুধু আত্মবিশ্বাসের ব্যাপার।’