নেইমারের এই পদক্ষেপে নাখোশ হতে পারেন পিএসজি সভাপতি

খেলাধুলা

আকাশ ছোঁয়ার স্বপ্নে পাঁচ বছর আগে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে জুটি বেঁধেছিল নেইমার ও পিএসজি।

সময়ের পরিক্রমায় তার প্রায় সবই রয়ে গেছে অপূর্ণ। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ব্রাজিলীয় ফরোয়ার্ডকে এখন বিক্রি করে দিতে পারলেই যেন বাঁচে ফরাসি চ্যাম্পিয়নরা!

তাছাড়া কিলিয়ান এমবাপ্পে চুক্তি নবায়নের পর থেকে বোঝাই যাচ্ছিল পিএসজিতে গুরুত্ব হারিয়েছেন নেইমার। এদিকে নেইমারকে পেতে চায় চেলসি।

কিন্তু সে পথে গেলেন না নেইমার। উল্টো পিএসজিতে থাকার ব্যবস্থাটা পাকা করে ফেললেন। এখন থেকে আরও ৫ বছর পিএসজিতে থাকছেন নেইমার। গুঞ্জনের ইতি টেনে এটাই এখন সত্যি।

অথচ নেইমারের মাঠের বাইরের বিতর্ক আর ক্রমাগত চোটে বিরক্ত পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় নেইমার নেই – এমনটাই জানা গিয়েছিল।

সভাপতি না চাইলেও নেইমার পিএসজিতে থেকেই গেলেন! কীভাবে?

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে নেইমারের সঙ্গে পিএসজির সর্বশেষ চুক্তিপত্রে একটি শর্ত ব্রাজিলিয়ানের প্যারিসের ক্লাবটিতে থেকে যাওয়ার পক্ষে কাজ করছে।

সেটি হচ্ছে – দেড় বছর আগে নেইমার যখন ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন, তখন সেই চুক্তিপত্রে শর্ত ছিল, ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পিএসজিতে তার মেয়াদ আরও দুই বছর বাড়বে। অর্থাৎ চুক্তি বেড়ে ২০২৭ সাল পর্যন্ত নবায়ন হয়ে যাবে। আর এ শর্ত কার্যকর হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, নেইমারের এই পদক্ষেপের কারণে নাখোশ হতে পারেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি। কারণ নেইমারকে ছেড়ে দিতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে ক্লাবটি।

পিএসজিতে নেইমারের সাম্প্রতিক ফর্ম একেবারে যাচ্ছেতাই। ২০২১-২২ মৌসুমে ২৮ ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন তিনি। বছরে ৩ কোটি ইউরো বেতন দিয়ে রাখা খেলোয়াড় থেকে এমন পারফরম্যান্স আশা করে না পিএসজি। এদিকে নেইমারকে এত পরিমাণ বেতন দিয়ে দলভুক্ত করার সামর্থ্য ইউরোপের এলিট ক্লাবগুলোরও নেই।