অভিনয়ের সব মাধ্যমেই আমি স্বাচ্ছন্দ বোধ করি: ইমতিয়াজ বর্ষণ

বিনোদন

অভিনয় দক্ষতা দিয়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন এমন অভিনেতাদের একজন ইমতিয়াজ বর্ষণ। নাটক, সিনেমা এমনকি ওটিটি প্লাটফর্মেও নিয়মিত মুখ তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ‘কাইজার’ সিরিজে অভিনয় করে নতুনভাবে আলোচনায় এসেছেন তিনি। অভিনয় আর ব্যক্তিজীবনের নানা বিষয়ে কথা হয় ডেইলি বাংলাদেশ-এর সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন রুম্মান রায়।

কাইজার দিয়ে আপনি ব্যক্তিগত কেমন সাড়া পাচ্ছেন?
ইমতিয়াজ বর্ষণ: রিলিজের পর থেকে আজকের দিন পর্যন্ত প্রতিদিন দর্শকের কাছ থেকে ‘কাইজার’ নিয়ে বেশ সাড়া মিলছে। এটা সত্যিই আমার জন্য খুব আনন্দের। ‘কাইজার’ এর ডিরেক্টর তানিম নূর এবং স্ক্রিপ্ট রাইটার স্বাধীন আহমেদ এর কাছে আমি কৃতজ্ঞ।

এই চরিত্রের আপনার প্রস্তুতি কেমন নিতে হয়েছিলো?
ইমতিয়াজ বর্ষণ: যেকোন চরিত্রের প্রস্তুতিতে দরকার চিন্তা করার সময়, প্রপার গাইডেন্স এবং নিজেকে প্রস্তুত করতে বারবার রিহার্সাল। কাইজার এ ব্যারিস্টার চরিত্র করতে গিয়ে ডিরেক্টরিয়েল টিম এর কাছ থেকে আমি সব ধরনের সহযোগিতায় পেয়েছি। পাশাপাশি আমার ভিন্ন কিছু করার চেষ্টাও ছিলো।

আফরান নিশোর সঙ্গে অভিনয়ে কেমন অভিজ্ঞতা ছিলো?
ইমতিয়াজ বর্ষণ: নিশো ভাইয়ের অভিনয়ের ফ্যান আমি। উনার সঙ্গে এর আগেও একটা কাজ করেছিলাম। তিনি অসাধারণ মানুষ। আমাকে একজন কো-আর্টিস্ট হিসেবে সব ধরনের সহযোগিতা করেছেন।

অভিনয়ের জন্য চাকরি ছাড়লেন, এটা কি সঠিক সিদ্ধান্ত ছিলো?
ইমতিয়াজ বর্ষণ: ওটা আমার ছাড়তেই হত। আমি শুধু অভিনয়েই ফোকাসড ছিলাম। আর কোন অপশন রাখি নি।

সিনেমা, নাটক নাকি ওটিটি; কোন মাধ্যমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
ইমতিয়াজ বর্ষণ: অভিনয়ের সব মাধ্যমেই আমি স্বাচ্ছন্দ বোধ করি। যদি প্রায়োরিটি লিস্ট বলেন তাহলে অবশ্যই সিনেমাকে এগিয়ে রাখব। এর চেয়ে বড় মাধ্যম আর আসেনি।

হাতে থাকা কাজগুলোর খবর জানতে চাই…
ইমতিয়াজ বর্ষণ: খুব শিগগির একটা ওয়েব ফিল্ম রিলিজ হবে। ওটার শুট শেষ হল এ মাসেই। সিনেমার কাজের প্রিপারেশন নিয়ে আলাপ চলছে। আর মাঝে মাঝে ভালো গল্প পেলে টিভি ফিকশন এর কাজ করছি।

ডিসেম্বরে আপনার অভিনীত ‘ওরা সাত জন’ মুক্তি পাচ্ছে, এটা নিয়ে আপনার প্রত্যাশা কেমন?
ইমতিয়াজ বর্ষণ: ‘ওরা সাত জন’ নিয়ে আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড। এটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান। মুক্তিযুদ্ধের সিনেমা বানানো খুব চ্যালেঞ্জিং এবং রিস্কি একটি কাজ। খিজির ভাই তার সম্পূর্ণ আবেগ ভালোবাসা মেধা দিয়ে ছবিটি বানিয়েছেন এবং যারা এতে অভিনয় করেছেন, কলাকুশলী হিসেবে কাজ করেছেন প্র‍্যতেকেই আন্তরিকভাবে নিজেদের কাজ সম্পন্ন করেছেন। আশা করি ‘ওরা সাত জন’ দর্শকের ভালো লাগবে।