বাংলাদেশি যুবককে সৌদি আরবে নারী হয়রানির অভিযোগে গ্রে'প্তা'র

বাংলাদেশি যুবককে সৌদি আরবে নারী হয়রানির অভিযোগে গ্রে’প্তা’র

প্রবাস

সৌদি আরবের আল-বাহা অঞ্চলে নারীকে হয়রানির অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত পুলিশের অফিসিয়াল এক্স (Twitter) অ্যাকাউন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, সাধারণ সুরক্ষা ও মানব পাচার প্রতিরোধ বিভাগের সঙ্গে যৌথ অভিযানে আল-বাহা থেকে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। নারীকে হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের টুইট করে বলেন, “কি নোংরা, কুৎসিত একটি অপরাধ! এভাবে নিজের দেশকে বিদেশে অপমান করা উচিত নয়। লজ্জায় মাথা নীচু হয়ে যায়।”

পুলিশের এ ধরনের পদক্ষেপ মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।